• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অক্সিজেন সিলিন্ডার পাচারকারী চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০১:২৫ এএম

অক্সিজেন সিলিন্ডার পাচারকারী চক্রের ৬ সদস্য আটক

রংপুর ব্যুরো

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকালে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে রেজাউল নামের এক ব্যক্তি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য ৪০ হাজার টাকায় তিনটি ট্রাক ভাড়া করেন। ট্রাকগুলো হাসপাতাল গেটে গিয়ে রেজাউলের সঙ্গে যোগাযোগ করলে তাদের অপেক্ষা করতে বলেন তিনি।

কিছুক্ষণ পর সাঈদ নামের এক ট্রাকচালক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের ইনচার্জ সাঈদ বাবুকে একটি চালানের কপি দেখান। এ সময় তার কাছে এই চালান কে পাঠিয়েছে জানতে চাইলে ডা. রেজাউলের নাম বলেন ট্রাকচালক। পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ট্রাকের চালকসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুরের কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, তিনটি ট্রাকের চালকসহ ছয়জনকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।
তরিকুল 
আর্কাইভ