• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০২:১৯ পিএম

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

দেশজুড়ে ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের বিধিনিষেধ শিথিল করেছিল সরকার। করোনা সংক্রমণ প্রতিরোধে ঈদের তৃতীয় দিন থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধের প্রথম দিন ফাঁকা রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 

শুক্রবার (২৩ জুলাই) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এ দৃশ্য দেখা যায়। এ দিন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে কিছু পণ্যবাহী পরিবহন চলতে দেখা যায়। এ ছাড়া খুব কিছু সংখ্যক রিকশা দেখা যায়। এতে নিরব পরিস্থিতি বিরাজ করছে সড়কে ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ, র‍্যাব, বিজিবি ছাড়াও সেনাবাহিনীর ৩টি টিম ও মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের ২৩টি টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আমরা মানুষকে সচেতন করতে মাইকিং করছি। যদি অনাকাঙ্ক্ষিত কোনো যান আমরা পাই, যৌক্তিক কারণ না থাকলে সেগুলোকে আমরা আটক করছি। আর সাধারণ মানুষকে আমরা মোটিভেশন দিচ্ছি, কোনোভাবে যাতে বাইরে না আসে।’

এ ছাড়া বিধিনিষেধ কার্যকরের বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘মহাসড়ক ফাঁকা রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া কোনো গাড়ি বের হলে আমরা আটক করে মামলা দিচ্ছি।’

ইফাত/নির্জন

আর্কাইভ