• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১০:৫৮ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

দেশজুড়ে ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলীপুরায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। ঘটনাটি রাতের কোনো একসময় ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। সেখানে তিনটি লাশ পাওয়া গেছে।’

তিনি আরও জানান, ‘নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মাইক্রোবাস থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পানিতে পড়ে মোবাইলটি বন্ধ হয়ে গেছে। মোবাইলটি সচল করার চেষ্টা চলছে। লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

জেডআই/এএমকে
আর্কাইভ