• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রসিকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১০:৪৮ এএম

রসিকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশন এলাকায় ১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ছাড়া নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করতে রংপুর মহানগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।  

রসিক সূত্রে জানা গেছে, নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ১১৭টি স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত স্থানগুলো ছাড়া যাতে কেউ উন্মুক্ত স্থান ও সড়কের ওপর পশু জবাই না করেন, এজন্য সচেতনতামূলক প্রচারণা চলছে।

বিষয়টি নিশিচত করে বুধবার (২১ জুলাই) সকালে রসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু  জানান, কোরবানির পশুর ২০০ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুপুর ২টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করবেন সিটি মেয়র। আশা করা হচ্ছে, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, সিটির ১০৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী তিনটি জোনে বিভক্ত হয়ে বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে। এতে ১২০টি ট্রলি ও রিকশাভ্যান এবং ২৯টি ট্রাক ব্যবহার করা হবে।

এ ছাড়া পশুর বর্জ্য অপসারণে নাগরিকদের সুবিধার্থে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। ০১৭১৮৫৪৩১৫৭, ০১৭২৭৮৯৮১৯০, ০১৭২৩৮০৭৩৪৪, ০১৭৩৩৩৯০১৫০, ০১৭১৪৫৬৬৩৮৩ নম্বরে যোগাযোগ করে কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারবেন নগরবাসী।

ইফাত/এএমকে
আর্কাইভ