• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পদ্মাসেতুর জন্য প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান যশোরের সাইফ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৬:৪৪ পিএম

পদ্মাসেতুর জন্য প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান যশোরের সাইফ

দেশজুড়ে ডেস্ক

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান এক বীর মুক্তিযোদ্ধার এক সন্তান। যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সাইফুর রহমান সাইফ নিজ খামারে একটি গরু কোরবানির জন্য প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা আর পদ্মা সেতু বাস্তবায়ন করায় তিনি উপহার প্রধানমন্ত্রীকে দিতে চান নিজ হাতেই। এমন খবরে প্রতিদিনস্বপ্নরাজ শান্তকেদেখতে ভিড় করছেন জেলার বিভিন্ন এলাকার মানুষ।

সাইফুর রহমান সাইফ বলেন, ২০১৭ সালে আমি তখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বউবাজারে থাকতাম। হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়। মাওয়া ঘাটে গেলে ঘাট কর্তৃপক্ষ আমার কাছ থেকে টিকিটের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করেন।

আমি তখন বলেছিলাম, পদ্মা সেতু হলে আর বেশি টাকা নিতে পারবেন না। কথা শুনে তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন। তখন আমি মনে মনে নিয়ত করি, পদ্মা সেতু তৈরি হয়ে গেলে কোরবানির জন্য একটি গরু উপহার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শহিদুল ইসলামের সন্তান সাইফের আশা, তার পোষা প্রায় ১৫ মণ ওজনের লাল গরুটি আসন্ন কোরবানির ঈদে প্রধানমন্ত্রী নিজের নামে কোরবানি দেবেন। জন্য ইতোমধ্যেই তিনি গরুটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়ার জন্য যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ঝিকরগাছা ইউএনও মাহবুবুল হকের কাছে আবেদনও করেছেন।

প্রধানমন্ত্রীকে এই গরু না দিতে পারলে কী করবেন? এমন প্রশ্নে তিনি বলেন, বাড়িতে প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দেয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। তবে আমার মা সেটা নিষেধ করছেন। সরাসরিই প্রধানমন্ত্রীর হাতে এই গরুটি দিতে চাই।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।

যশোর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, তিনি আমার কাছে এসেছিল। তিনি কোনে উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে কোরবানির জন্য গরু দিতে চান, সেটা জানি না। আমি যেটুকু জানি কারও দেয়া পশুতে কোরবানি হয় না। তাকে গ্রামেই প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিতে পরামর্শ দিয়েছি।

এই বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানির গরু উপহার দিতে আবেদন করেছেন সাইফ নামে ওই যুবক। তাকে বলেছি, জেলা প্রশাসক না প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগাযোগ করতে।

জেডআই/নির্জন

আর্কাইভ