
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:২৩ পিএম
নীলফামারীতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের হাজীপাড়া মসজিদসংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক নারী দগ্ধ হন। সম্পর্কে তাঁরা দুই বোন।
মারা যাওয়া নারীর নাম সুইটি আক্তার (২২)। দগ্ধ তাসফিয়া আক্তার (১৯) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের বাড়ি নালফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে। বাবার নাম বাবুল হোসেন। দুজনেই উত্তরা ইপিজেডের সেকশন সেভেন কোম্পানির কর্মী। তারা বাসাটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
সংসারে দারিদ্র্য ঘোচাতে নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ নিয়েছিলেন ওই দুই বোন। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার জন্য ভোরে উঠে গ্যাসের চুলায় রান্না উঠান। রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পুরো রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই অগ্নিদগ্ধ হন দুই বোন। পরে প্রতিবেশীরা বাসার দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুইটি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহীন শাহ বলেন, ‘তাদের শরীর শতভাগ পুড়ে গেছে। দুজনের মধ্যে সুইটি নামের একজন মারা গেছে। অন্যজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তাই তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করছি না। আমাদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।’