• ঢাকা মঙ্গলবার
    ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৫২ পিএম

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি

"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হক।

পরে আদালত চত্ত্বর থেকে জেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করা হয়। শোভাযাত্রাটি  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়।

এতে সিনিয়র জেলা ও দায়রা জজ সহ বিচারক গণ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), গর্ভমেন্ট প্লিজার (জিপি), আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন। পরে জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আইগত সহায়তা কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায়ের সঞ্চালনায় ও জেলা আইগত সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলাও দায়রা জজ)  ও জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য মো. নরুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী, গর্ভমেন্ট প্লিজার (জিপি) আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে প্রভাবশালীদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে অনেক গরীব ও নিরিহ মানুষ বিচার পায়না। মামলা মোকদ্দমা ও আদালতকে তারা ভয় পায়। অনেক সময় বাদী, বিবাদী, সাক্ষী সহ নানা কারণে বিচার কাজ বিলম্ব হয়। নির্যাতনের শিকার মানুষদের পাশে দাড়াতে সরকার প্রতি জেলায় আইনগত সহায়তা বা লিগ্যাল এইড চালু করে একজন কর্মকর্তাকে দ্বায়িত্ব দিয়েছেন। তার মাধ্যমে নিরিহ বিচার প্রার্থীরা জমিজমা সহ নানা মামলায় সরকারি আইনগত সহায়তা পাবেন। কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য জনগণের মাঝে লিগ্যাল এইডের সুফল প্রচার করে বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

এদিকে, আলোচনা সভা শেষে জেলা আইনজীবী সমিতির চত্ত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ