• ঢাকা সোমবার
    ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৪১ পিএম

ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে চাঁদার টাকা না পেয়ে ২৯টি হিন্দু পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের শোভারামপুর মহল্লায় এ মানববন্ধনে ভুক্তভোগীদের সাথে ওই এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, প্রায় দুই যুগ আগে তারা নিম্ন আয়ের এসব পরিবার বৈধভাবে জমি কিনে বসবাস করছেন। কিন্তু ওই জমির পূর্বতন মালিকের ভাই সন্তোষ সাহা ও তার ছেলে চাঁদা না দেওয়ায় তাদের বিরুদ্ধে  মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা এর প্রতিকার দাবি করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ