
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:২৩ পিএম
বাণিজ্য, বস্ত্র ও পাট ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, বরং ভারতের চেয়ে কম খরচে বিভিন্ন দেশে রপ্তানী করা যাবে। কারো উপর ভরসা না করে নিজেদের সক্ষমতা তৈরির সুযোগ হয়েছে।
রোববার রাতে সিলেট থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইট শুরুর উদ্ধোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সময় এসেছে নিজেদের সক্ষমতা অর্জন করার, সেই চেষ্টাই চলছে। সিলেট থেকে রপ্তানী শুরু হলো, খুব শিগগির চট্রগাম থেকে কার্গো ফ্লাইট চালু করা হবে।
ফ্যাসিস্ট সরকারের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সবকিছুকে উৎপাদনশীলভাবে দুর্বৃত্তায়ন করে গেছে যার ফলে বাংলাদেশের মানুষের মানসিকতায় নানা আঘাত পড়েছে। চিন্তা চেতনায় প্রভাব পড়েছে। যে কারণে সবাই মিলে ভালো কিছু চিন্তা করতেই ভূলে গেছে মানুষ।
ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পর ঢাকা বিমানবন্দরের উপর রপ্তানী চাপ কমাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে কার্গো ফ্লাইট শুরুর উদ্ধোধন করতে বিকালে সিলেটে যান উপদেষ্টা। সন্ধ্যায় শুরু হয় উদ্ধোধনী অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, স্পেনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবিরসহ অন্য কর্মকর্তারা।
ফিতা কেটে কার্গো ফ্লাইটের উদ্ধোধন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাসে ৩৩০-৩০০ মালবাহী বিমান স্পেনের উদ্দেশে ৬৬ টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা হয় রাত ৮ টার দিকে। এ সময় ওয়াটার গান স্যালুট দেওয়া হয় বিমানটিকে।