
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:১৬ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা কভার্ড ভ্যানের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক হাকিম হোসেন ভেতরে আটকে পড়েন।
রোববার (২৭ এপ্রিল) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতরে চালক আটকে পড়ার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। জীবিত অবস্থায় হাকিম হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া কভার্ড ভ্যানের সামনের অংশ ভেঙে কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত হাকিম হোসেন ঝালকাঠি জেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার বর্ণনায় ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভ বলেন, সকালে বকচর এলাকায় একটি রডবোঝাই ট্রাকের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আটকে পড়েন। দুর্ঘটনার সময় কভার্ড ভ্যানে চালক ছাড়া আর কেউ ছিল না এবং দাঁড়িয়ে থাকা ট্রাকটিতেও চালক ও সহকারী কেউ ছিলেন না।