
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:০৯ পিএম
পঞ্চগড়ের বোদায় বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অপরাধে খদ্দের বাড়ির মালিকসহ পাঁচজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাই পাড়া গ্রামের দুলাল রায়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন,বাড়ির মালিক দুলাল রায় (৬৫),তার স্ত্রী মতি বাসন্তী রানী(৬০),তার দুই ছেলে ভাগ্য রায়(২৩) ও সাগর রায়(২১) এবং খদ্দের উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের ইব্রাহিম ইসলাম এর ছেলে মোঃ রাজিব ইসলাম হৃদয় ওরফে রায়হান(২৮)। এ সময় বোদা থানা পুলিশ অসামাজিক কাজে লিপ্ত নাবালিকা (১৪) কে তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুলাল রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। শনিবার রাতে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমন খবরের ভিত্তিতে গ্রামবাসীরা দুলাল রায়ের বাড়ি ঘেরাও করে খদ্দেরসহ বাড়ির মালিক কে আটক করে পুলিশকে খবর দেয়। পরে বোদা থানা পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বোদা থানায় কর্মরত পিএসআই বিধান চন্দ্র রায় এর নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি টিম এই অভিযানে অংশ নেয়।
পরে বোদা থানায় কর্মরত পিএসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন,২০১২ এর ১২(১)/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আজিম উদ্দিন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।