
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:০৪ পিএম
নীলফামারীর সৈয়দপুরে দুই সন্তানের জনক এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার (২৭ এপ্রি) সকাল ৯ টায় লাশ উদ্ধার দুপুরে মনা তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠিঢেয়ছে। শহরের সাহেবপাড়া আমিন মোড় ক্যান্টিন রোড লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যাক্তির নাম মাহমুদ (৪৫)। সে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে। পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। সাহেবপাড়ায় তিনি শ্ব শুড়বাড়ি সংলগ্ন রেলওয়ে এল-২৫ নং বাংলোর ভিতরে টিনসেট বাড়িতে বসবাস করতেন। ইতোপূর্বেও পারিবারিক কলহের জেরে একাধিকবার স্ত্রী ও শ্যালকদের সাথে মারামারি ও মামলা মোকদ্দমার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহে সে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়না তদন্ত করতে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্র মনোমালিন্যের কারণে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে।