• ঢাকা রবিবার
    ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:৩৩ পিএম

ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রধান সড়কে মানববন্ধনে মিলিত হয় তারা।

এ সময় বক্তব্য দেন, খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ১ নম্বর ওয়ার্ড সদস্য বেল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম কিবরিয়া, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা খাতুন, বৃদ্ধ মরিচ গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান, খানমরিচ গ্রামের আরিফুল ইসলাম, দাসবেলাই গ্রামের নুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, চলতি অর্থবছরে খানমরিচ ইউনিয়নে টিআর, কাবিটা প্রকল্পে যে কাজ হয়েছে, তা ইতিপূর্বে কখনও হয়নি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা দু‍‍`একজন সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকল্পের কাজ তদন্ত করে দেখতে প্রশাসনের কাছে দাবি জানান।

খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, এই ইউনিয়নে অনেক দূর্গম ও উন্নয়ন বঞ্ছিত গ্রাম রয়েছে। যুগের প্রথম যুগ সেসব গ্রামে কখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। লাভ হতো না বলে কোনো চেয়ারম্যান উন্নয়ন কাজে আগ্রহী হয়নি। আমি চেয়ারম্যান হওয়ার পর ওই সব এলাকার উন্নয়নে কাজ শুরু করি। এবছর টিআর কাবিটা প্রকল্পে বেশকিছু এলাকার কাজ করা হয়েছে৷ যেখানে যাতায়াতের রাস্তা ছিল না সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। একটি এলাকার মানুষ মারা গেলে তাদের লাশ নিয়ে যাবার রাস্তা ছিল না, রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা ছিল না সেই এলাকায় রাস্তা করা হয়েছে৷ অথচ দু‍‍`একজন সাংবাদিক নিউজ করেছে কোনো কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। যা আদৌ সত্য নয়৷ ষড়যন্ত্রমুলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ সেই অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ এলাকার বিভিন্ন ম্রেণী পেশার মানুষ একত্র হয়েছে। আপনারা সাধারণ মানুষের কাছে জেনে দেখুন আমি কতটুকু কি করেছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা সরেজমিন এসে দেখুন প্রকল্পের কাজ কেমন হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ