
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১৯ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাপুর ইউনিয়ন সভাপতি ইউনুস আলীর ওপর কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সুন্দরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নয়া মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, পৌর আমীর একরামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ইউনুস আলীর ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা কেবল ব্যক্তির ওপর নয়, পুরো সংগঠনের ওপরই সরাসরি আঘাত। এই ঘৃণ্য হামলার প্রতিবাদে শ্রমিক সমাজে তীব্র ক্ষোভ ও উত্তেজনার বিস্ফোরণ ঘটেছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে শ্রমিক সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় তারা সবাইকে আরও শক্ত হাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ হাট অটোস্ট্যান্ড এলাকায় তারাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউনুস আলীর ওপর একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলার একপর্যায়ে ইউনুস আলীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং গুরুতর অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।