
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:০৪ পিএম
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আমার দেশ পাঠকমেলা এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে আমার দেশ পাঠকমেলা জামালপুর জেলার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপুর সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, জামালপুর আইন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সাবেক সভাপতি অজয় কুমার পাল, আমার দেশের জামালপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো: মিরাজুল ইসলাম, ইত্তেফাক ও নিউ নেশনের শাহ জামাল, ঢাকা ট্রিবিউনের বিশ্বজিৎ দেব, মোহনা টিভির উসমান হারুনী, মাই টিভির শামীম আলম, দৈনিক জনতার এসকে সোহেল, আরটিভি ও যায়যায়দিনের জিএম ফাতিউল হাফিজ বাবু, এখন টিভির জুয়েল রানা, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, ঢাকা পোস্টের মুত্তাছিম বিল্লাহ, বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আমার দেশের সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান বাবু, মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন, মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম, বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি শামছুল হুদাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান।