
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৫৪ পিএম
নীলফামারীর ডোমার উপজেলা পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসায় মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে এমটিবি ফাউন্ডেশন এর অর্থায়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ) দিনব্যাপী ডোমারের পাঙ্গা চৌপথী আব্দুল মসজিদ আলিম মাদ্রাসার মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান । অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) নাজমুল আলম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঙ্গা চৌপথী আব্দুল মসজিদ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) মো. আবুল কালাম, ৬ নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম ভুট্টু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৈয়দপুর শাখার ম্যানেজার মো. আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ- মহাব্যবস্থাপক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইপিজেড শাখার ব্রাঞ্চ ম্যানেজার সুরুজ্জামান, মরিয়ম চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. আহসানুজ্জামান ও পিসি মাসুদ রানা।
মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এদিন ৪১০ জনকে ব্যবস্থাপত্র,বিনামূল্যে ২০০ জনকে ওষুধ প্রদান ও বিনামূল্যে ১৯০ জনকে চশমা ও বিনামূল্যে ৮০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।