• ঢাকা রবিবার
    ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বাড়ি নির্মাণে চাঁদাবাজির অভিযোগ, নির্মাণকাজ বন্ধ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৫১ পিএম

বাড়ি নির্মাণে চাঁদাবাজির অভিযোগ, নির্মাণকাজ বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের পশু হাসপাতাল এলাকায় নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম প্রতিবেশী হারুণ মিয়া, মিলন মিয়া, নজরুল ইসলামসহ কয়েকজন স্থানীয় যুবকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানা ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেহেনা বেগম। তিনি পশু হাসপাতাল এলাকার আব্দুল রহমানের মেয়ে।

সংবাদ সম্মেলন ও অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌরসভার রেহেনা বেগম (৫৪) পশু হাসপাতাল রোড সংলগ্ন একটি বহুতল ভবন নির্মাণ করছেন। ২০০৯ সালের ৪ মে তিনি জমিটি ক্রয় করেন। সম্প্রতি হারুণ মিয়া, মিলন মিয়া, নজরুল ইসলাম, আল আমিনসহ ১০-১২ জনের একটি দল তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবি পূরণ না করায় তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং পরে নির্মাণকাজ বন্ধ করে দেন।

রেহেনা বেগম জানান, চাঁদা দাবির বিষয়টি প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে জানানোর পর তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ