
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:১৩ পিএম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এসএসসি ভোকেশনাল পরীক্ষাকেন্দ্রে নকল ও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। তিনি বলেন, নকল ও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ৬ জন, বিনোদটঙ্গী- ধলিরবন্দ মহিষবাথান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ জন ও টেংরাকোড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান তিনি। পরীক্ষা চলাকালীন সময়ে চারজন পরিক্ষার্থীর কাছে স্মার্টফোন এবং ১০ জনের কাছে নকল পাওয়া যায়। পরে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।