
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:০৮ পিএম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আসিফ সরকার ও গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি রায়হান ইসলামের ইন্ধনে গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান আশিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে গাইবান্ধা সদরের কচুয়ার খামার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আসাদুজ্জামান আশিক।
তিনি দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার ক্রাইম রিপোর্টার, এনপিএস গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক।
লিখিত বক্তব্যে আশিক জানান, ২০২৩ সালে জনৈকা মিরা বেগমকে দিয়ে তার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করিয়ে হয়রানি করা হয়। এতে তার আর্থিক ও সামাজিকভাবে চরম ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। দলীয় প্রভাব খাটিয়ে ব্যক্তি আক্রোশ চরিতার্থ করতেই এই মামলার আশ্রয় নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন আশিক।
তিনি মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আশিকের পিতা আব্দুল কুদ্দুস সরকার, বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, রাকিব মিয়া, এরশাদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।