
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:০৫ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কারিগরি কলেজ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বড়শশী ইউনিয়ন কমিটির সভাপতি মো,জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো,আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ মো, সুলতান মাহমুদ,ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো, কামরুল হাসান প্রধান, পঞ্চগড় জেলা শাখার উপদেষ্টা শফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মো, আব্দুল্লাহ, বোদা উপজেলা শাখার সভাপতি মো,আব্দুল জব্বার ও সেক্রেটারি মো,জান্নাতুল বারী মানিক। অনুষ্ঠিত জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।