
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৮:৪২ পিএম
নীলফামারীর সৈয়দপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে কাজ করবেন আপনারা। হত্যা, নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়।
বুধবার বিকেলে (২৩ এপ্রিল) নীলফামারী জেলার সৈয়দপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। কর্মশালার শেষ বেলায় অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে কোনো কথা নেই। মানুষ হিসাবে বিবেচিত হতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ প্রশিক্ষণ থেকে গেলে মানুষ জিজ্ঞাসা করবে, কী ব্যাহে কী নিয়া আইলেন। যারা বিগত আমলে আমাদের ভোট দেয়নি তাঁদের কাছেও যাবেন। আজ সারাদিনের আলোচনা ৩১ দফা তুলে ধরবেন। দলের পক্ষ্যে জনসমর্থন সৃষ্টি করবেন।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ওই কর্মশালার আয়োজন করে। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহাদী আমিন।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্ব করেন। এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।
কর্মশালায় বক্তব্য বলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান তালুকদার খোকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রেহেনা আক্তার রানু, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য রওনাকুল ইসলাম শ্রাবন ও সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
কর্মশালাটি পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। কর্মশালায় ৩১ দফা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরআগে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।