
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৮:৪০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে ফরিদপুরে জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট এ.এস.এম মোক্তার কবির খান, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ইউনুছ আলী রবি, এ্যাডভোকেট সুমন প্রমুখ।
এসময় প্রধান অতিথি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘ ষোল বছর একটি ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে ছিল। আজ আমরা মুক্ত হতে পেরেছে সেই ফ্যাসিবাদীদের হাত থেকে। তিনি বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধতার বিকল্প নেই।