• ঢাকা বুধবার
    ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় বোরো ধানের ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০১:৪০ পিএম

সাতক্ষীরায় বোরো ধানের ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মাঠের পর মাঠ বোরো ধানের সোনালী শীষ বাতাসে দোল খাচ্ছে। দিগন্ত জুড়ে সোনালী ধানে কৃষকের চোখে মুখে ছড়াচ্ছে হাসির ঝিলিক। উপজেলার প্রায় ৪০ভাগ ধান কাটার উপযোগী ক্ষেত্র তৈরি হয়েছে। ইতোমধ্যে সদর উপজেলার কৃষি ক্ষেতে শুরু হয়েছে আগাম জাতের বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কেউ ধান কাটছেন আবার কেউ ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, চলতি মৌসুমের সদর উপজেলার ২৩ হাজার ২৬০ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কৃষকদের আগ্রহে আরও ৩৫ হেক্টর জমিতে বোরোধান রোপন করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭ হাজার ২৬৮ মেট্রিকটন। চলতি বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছর সদর উপজেলায় ২৩ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৯৫ হাজার ১৬৫ মেট্রিকটন। গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন বোরোধান উৎপাদন হয়েছে। সদর উপজেলায় এবার আটাশ, উনত্রিশ, ব্রি-৮১, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-১০০, কাটারিভোগ, কাজল লতা, শুভলতা, জিরাশাইল ও হাইব্রিড জাতের ধান রোপন করেছেন কৃষকরা।

কৃষি কর্মকর্তা মনির হোসেন আরও জানান, প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ সহয়তা করা হয়েছে।  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের একাধিক উঠান বৈঠকের মধ্য দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কৃষক সূত্র বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় সদর ও উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষি জমিতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সদর উপজেলার বেশিরভাগ মাঠ এখন সোনালী রঙে অপরূপ শোভা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে বড় মৌসুমের আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে। তবে পুরোদমে বোরো ধান কাটা শুরু হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। কিন্তু আগাম জাতের বোরো ধান আগেই পারতে শুরু করেছে। অনেক কৃষক দ্রুত বাজারে ধান তুলতে এবং ভালো দাম পেতে এই জাত বেছে নেন।

কৃষি অফিস জানায়, এবার কৃষকরা ধানের ন্যায্য মূল্য পেতে পারেন। প্রতি কেজি ধান ৩৬টাকা দরে  ক্রয় করার সম্ভাবনা রয়েছে সরকারের। জেলা খাদ্যগুদাম কর্মকর্তা কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করে থাকেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ