• ঢাকা মঙ্গলবার
    ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জামিনের পর আত্নগোপনে থাকা সেই এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক ফারজানা গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৮:৩০ পিএম

জামিনের পর আত্নগোপনে থাকা সেই এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক ফারজানা গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখা থেকে গ্রাহকের প্রায় দেড় কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনার অপর একটি মামলায় ওই শাখার ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানাকে (৩৫) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় একটি মাদ্রাসার মুহতামিম ফিরোজ আহমেদ গত ২৩ মার্চ বাদী হয়ে শাখার মালিম মো. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক রিওয়ানা ফারজানা ও ক্যাশিয়ার মাসুদ রানাকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। ওই মামলায় এক দিনের মাথায় রিওয়ানা ফারজানাসহ আসামীরা জামিনে বের হয়ে আত্বগোপনে ছিলেন। একই ঘটনায় গত ১৫ এপ্রিল জয়পুরহাট শাখা ব্যাবস্থাপক হাবিবুর রহমান বাদি হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় গত রোববার দিবাগত রাতে আক্কেলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলার দুপচাঁচিয়ার তালোড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, ইসলামী ব্যাংকের আক্কেলপুর শাখার গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় শাখা ব্যাবস্থাপক রিজওয়ানা ফারজানাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার আরও দুই আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। রিজওয়ানা আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা। এজেন্ট ব্যাংক কার্যক্রম শুরুর পর থেকে তিনি আক্কেলপুর শাখায় কর্মরত ছিলেন। এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় এ পর্যন্ত ৫টি মামলা হয়েছে। আরও অন্তত ১০ থেকে ১২ জন গ্রাহক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।এসব ভুক্তভোগীর দাবি, এখন পর্যন্ত তিন কোটির বেশি টাকা আত্মসাতের হিসাব পাওয়া গেছে।

ভুক্তভোগী গ্রাহক আবদুস ছালাম মন্ডল বলেন, অনেক গ্রাহকদের সাথে কথা বলে হিসেব করে জানতে পেরেছি তাঁরা প্রায় তিন কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন। আরো হিসেব আসতেছে তখন টাকার পরিমাণ আরো বেশি হবে। আমরা টাকা ফেরতের আশায় দিনের পর দিন টাকা ফেরৎ পাওয়ার আশায় ঘুরতেছি কোন লাভ হচ্ছে না। এই টাকা তাঁরা কীভাবে সরালেন, সেটা ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার কর্মকর্তাদের জানার কথা।’

আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, ‍‍`ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় অর্থ আত্মসাতের ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। রবিবার রাতে অভিযুক্ত ব্যবস্থাপক রিওয়ানা ফারজানাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুই আসামি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে‍‍`।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ