
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:২২ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জানা যায়, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা ড. এম এ রশীদ হলের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে তোষক, বালিশ, বেড কভার নিয়ে বসে পড়েন। তবে শিক্ষার্থীদের অবস্থানের আগে থেকেই স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক অবস্থান করছিলেন।
আমরণ অনশনের জন্য শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারে এলে শিক্ষকরা আন্দোলনকারীদের কাছে যান। এ সময় শিক্ষার্থীরা কেন উপাচার্যের পদত্যাগের এক দফা চূড়ান্ত দাবিতে গেলেন, তা শিক্ষকদের ব্যাখ্যা করেন। শিক্ষকরা তাদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।