• ঢাকা রবিবার
    ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় আহত জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৮:১৪ পিএম

গাইবান্ধায় আহত জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধায় আহত প্রায় দুই শতাধিক যোদ্ধার মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ নিজ হাতে আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত আঞ্জেলা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধার শহীদ ছয়জনের পরিবারসহ দুই শতাধিক যোদ্ধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, ‘যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, আমি তাদের ধিক্কার জানাই। আমার সন্তানের হত্যার বিচার না হতেই তারা কেন নির্বাচনের কথা বলে? তাদের এত ক্ষমতার লোভ কেন? বৈষম্যহীন, চাঁদাবাজিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার পরেই নির্বাচন হওয়া উচিত।’

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ডিসি অফিস সংলগ্ন এলাকায় ‘জুলাই যোদ্ধা ২০২৪’-এর গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে গাইবান্ধাসহ সারাদেশে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, যেখানে ছাত্র-জনতা সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে অনেকে আহত হন এবং ছয়জন শহীদ হন। স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানটি ছিল তাঁদের ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ক্ষুদ্র প্রয়াস।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ