• ঢাকা রবিবার
    ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৪৭ পিএম

গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা নতুন ব্রিজ বাঁধের মাথা থেকে কাউন্সিল বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের নতুন ব্রিজ এলাকায় স্থানীয়দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, কাফি ইসলাম লিমনসহ স্থানীয় সুধী ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে চলাচল করা এখন রীতিমতো জীবন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, ব্যবসায়ী, কৃষকসহ হাজারো মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। কিন্তু চলাচলের অযোগ্য রাস্তাটি মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। বর্ষা মৌসুমে এ অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

বক্তারা আরও বলেন, যদি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী না করা হয়, তাহলে আগামী দিনে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ