• ঢাকা রবিবার
    ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৩৫ পিএম

নীলফামারীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। রবিবার দুপুরে (২০এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি নীলফামারী জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।

পরে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেন আন্দোলকারী শিক্ষক নেতারা।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা আহবায়ক রবিউল ইসলাম ও পরিচালনা করেন সদস্য সচিব রজব আলী।

বক্তব্য দেন সংগঠনের সদর উপজেলা সভাপতি আনিসুর রহমান, জলঢাকা উপজেলা সভাপতি রশিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি বদরুল আলম, ডিমলা উপজেলা সভাপতি মিজানুর রহমান, ডোমার উপজেলা সভাপতি রবিউল ইসলাম ও  সৈয়দপুর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা উল্লেখ করেন, রাজধানী ঢাকায় চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলাকালে সরকার ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দেয়। কিন্তু অদ্যাবধি দাবী পূরণ হয়নি, বাধ্য হয়ে আমাদের আবারো আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। কর্মসুচি থেকে আগামী ১২ মে’র মধ্যে দাবি পূরণ করা না হলে ১৩ তারিখ থেকে আবারো জাতীয় প্রেসক্লাবের সামনে পুর্ব ঘোষিত কর্মসুচি শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি নীলফামারী জেলা শাখার জেলা আহবায়ক রবিউল ইসলাম জানান, ৩৯বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন জেলার প্রায় ৩ হাজার ৫’শ জন শিক্ষক। সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও আমরা বৈষম্যের শিকার অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি নানা দায়িত্ব পালন করে আসছি আমরা।

আমরা অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুতি জানাই, যেন আমাদের এই নায্য দাবি দ্রুত পূরণ করে নেয়া হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছয় দফা দাবির উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার করণ, ইবতেদায়ী মাদরাসা আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা, নীতিমালা ২০২৫ অনুমোদনকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগ, প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলার অনুমতি প্রভৃতি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ