• ঢাকা রবিবার
    ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ের বোদায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩৫ পিএম

পঞ্চগড়ের বোদায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৯ এপ্রিল) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন।

জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনস্থল থেকে একটি বণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সম্মেলনস্থলে এসে শেষ হয়। এর আগে উপজেলার দশটি ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে সম্মেলনে যোগ দেন। উপজেলা বিএনপির আহবায়ক অবসর প্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো.আমিনুল ইসলাম। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,আবু বক্কর সিদ্দিক মহব্বত। সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

সভায় বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময় সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় সুত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হবে। উপজেলার দশটি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনা কমিশনের আহবায়ক অ্যাডভোকেট মো.খলিলুর রহমান জানান, ওই চারটি পদের জন্য প্রার্থীদের কাছ থেকে ১৬ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের জন্য দলীয় ভাবে আহবান করা হলে সভাপতি পদে বর্তমান বিএনপির উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক,ময়দানদিঘী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ও বর্তমান বিএনপির উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক এবং সাকোয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম দুইজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ একজনই মনোনয়ন সংগ্রহ করেছেন। দুইটি সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।প্রার্থীরা হলেন উপজেলা ছাত্র দলের আহবায়ক,পঞ্চগড় চেম্বারের পরিচালক ও বোদা প্রেসক্লাবের সদস্য মো.রায়হানুল আলম প্রধান রিয়েল, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  বোদা প্রেসক্লাবের সদস্য মো.আবু রায়হান রাফি, উপজেলা কৃষক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাকোয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক সাজ্জাদ হোসেন শামীম এবং চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদুর করিম সাজ্জাদ।

প্রথম অধিবেশনে জুলাইর গনঅভূত্থানে আন্দোলনে নিহত দুইটি শহীদ পরিবার ও  আন্দোলনে নিহত বিএনপির নেতা আরেফিন এর পরিবারের  মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ রিপোট লিখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন চলছে। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হবে। দ্বিতীয় অধিবেশন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আর্কাইভ