• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৫:০২ পিএম

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

রংপুর ব্যুরো

রংপুরে দুটি বাসের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছিল পাঁচজন। নিহত ওই পাঁচজনের পরিচয় মিলেছে। অন্যদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার আবদুল মতিন (৭০), ঢাকার ধামরাই চৌতাল এলাকার বাসিন্দা সেলফি পরিবহনের বাসচালক আব্দুল খলিল (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জের জমির উদ্দিনের ছেলে কৃষক ফরিদ (৩৫), একই জেলার সাদুল্লাহপুরের ইসুবপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে বাবলী আক্তার () নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২৭)

এদের মধ্যে দুর্ঘটনায় নিহত শিশু বাবলী আক্তারের মা সেতারা বেগম আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অস্ফুটগলায় তার মেয়ে বাবলীকে খুঁজছেন। জানেন না, তার আদরের মেয়ে দুর্ঘটনাস্থলে মারা গেছে।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনাকবলিত সেলফি পরিবহনের চালকসহ চারজন পুরুষ একটি শিশু।

পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহন রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেলফি পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

মামুন/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ