• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১৯৪ একর জমি ভুয়া রেকর্ডে দখল, আ‍‍`লীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:০০ পিএম

১৯৪ একর জমি ভুয়া রেকর্ডে দখল, আ‍‍`লীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি বুড়াইল মৌজায় সরকারি ১৯৪ একর খাসজমি ভুয়া রেকর্ডের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে চরাঞ্চলের শত শত নারী-পুরুষের অংশগ্রহণে ভাটি বুড়াইল চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক হাজী নুরুল আমিন মন্ডল, মো. সাদা মুন্সি, আব্দুর রশিদ, রাজু মিয়া, নজরুল মিয়াসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শহিদুল্লাহ মাস্টার দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে চরাঞ্চলের সরকারি জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তিনি ও তার সহযোগীরা ভুয়া দলিল ও রেকর্ড তৈরি করে ১৯৪ একর জমি নিজেদের নামে রেকর্ড করান। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে। বক্তারা বলেন, তিনি ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার অপচেষ্টাও করেছেন।

স্থানীয়দের দাবি, এই জমিই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। জমি দখল হয়ে গেলে তারা চাষাবাদ, বসবাস, জীবিকা—সব কিছু হারাবে। এক বৃদ্ধা কাঁপা কণ্ঠে বলেন, ‘এই জমি না থাকলে আমরা খাবো কী, থাকবো কোথায়? পথে বসে যাবো।’

এ ঘটনায় গাইবান্ধা জেলা প্রশাসক নিজে বাদী হয়ে শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুয়া রেকর্ড সৃষ্টির অভিযোগে গাইবান্ধা আদালতে ২৫৭/২৩ নম্বর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে গাইবান্ধা ল্যান্ড সার্ভে আদালতে বিচারাধীন রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া চরবাসী দ্রুত মামলার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে কেউ সরকারি সম্পত্তি দখলের সাহস না পায়।

আর্কাইভ