• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সেট কোডের মাধ্যমে বিশেষ সুবিধা, কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষক অব্যাহতি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৮:৫৬ পিএম

সেট কোডের মাধ্যমে বিশেষ সুবিধা, কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষক অব্যাহতি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নে সেট কোডের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার অনুষ্ঠিত দাখিলের গণিত বিষয়ের পরীক্ষায় সদর উপজেলার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা এবং পরীক্ষার্থীদের অসদুপায়ে সহায়তার অভিযোগে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ মোট ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

জানা যায়, মাদ্রাসার ১৪টি কক্ষে পরীক্ষার্থীদের একই সেট কোডের এমসিকিউ প্রশ্নপত্র সরবরাহ করা হয়, যা পরীক্ষা পরিচালনার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ওই কেন্দ্রে মোট ২৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৭ জন পরীক্ষার্থীর উত্তরপত্র পুনরায় নির্ধারিত সেট কোড অনুযায়ী পূরণ করানো হয়।

দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক দাবি করেন, ‘আমরা পুরো পরীক্ষার সময় একসঙ্গে সব কক্ষে নজর রাখতে পারিনি। সম্ভবত কিছু শিক্ষার্থী আমাদের অগোচরে এমন কিছু করেছে, কিন্তু আমরা দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলাম।’

এ বিষয়ে অভিযুক্ত কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ বলেন, ‘সব কক্ষে একসঙ্গে নজর রাখা সম্ভব নয়। কিছু শিক্ষক দায়িত্বে গাফিলতি করেছেন, তাদের কারণেই এ ঘটনা ঘটেছে।’

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা খুবই দুঃখিত। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষাব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখতে যা যা প্রয়োজন, তা করা হবে।’

আর্কাইভ