• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, একজন আটক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:১২ পিএম

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, একজন আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে প্রকৃত পরীক্ষার্থীকে। এ ঘটনায় একটি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি (রোল নম্বর: ৯৫২০১৮) অসুস্থতার অজুহাতে পরীক্ষায় উপস্থিত না হয়ে তার স্থলে ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকাকে (১৯) পাঠান। অনামিকা পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শ্রেণির শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন সময় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বিষয়টি সন্দেহজনক মনে করে তল্লাশি চালান। পরে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হলে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং অনামিকাকে পুলিশে সোপর্দ করেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঘটনার পর কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বলেন, ‍‍`আমার কাছে পরীক্ষার্থীর আচরণ, মুখাবয়ব ও রোল নম্বর নিয়ে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে প্রকৃত পরীক্ষার্থী নয় বলে স্বীকার করে। তখনই আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেই এবং নিয়মিত মামলা দায়ের করি।‍‍`

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাহারিয়ার জান্নাতি অনামিকাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ