
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৭:২০ পিএম
লামনিরহাট উপজেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে(১৩) বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। নিহত জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।
পুলিশ, এলাকাসী, ও পরিবার জানিয়েছে, বুধবার (১৬এপ্রিল) ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল জান্নাতিকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এসময় জান্নাতির দুই হাত, একটি পা ভাঙা ছিলো। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে জান্নাতিকে হত্যার আগে ধর্ষন চেষ্টা বা ধর্ষণ করা হতে পারে। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জান্নাতির মা জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে রান্না ঘরে রেখে জান্নাতিকে রেখে একই গ্রামের নানির বাড়িতে গিয়েছিলো। জান্নাতির নানি বাড়ি থেকে আসার পর রান্না ঘরে জান্নাতিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন।এমন সময় বাড়ির একটু দূরে থাকা ভুট্টাক্ষেতে কিছু একটার শব্দ শুনে গিয়ে মেয়েটির মরদেহ দেখতে পান।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালিগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানায়, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি।