
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৮:২১ পিএম
ঝালকাঠি জেলা রোভার স্কাউট এর নব গঠিত কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন কমিটির দায়িত্ব গ্রহন শেষে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার ১২টায় জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে ও জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মাদ মাসুম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন জেলা রোভারের সহ-সভাপতি ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মা. আব্দুল কাইয়ুম, কমিশনার জেড এ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আইউব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রæমের সম্পাদক এসএম রেজাউল করিম, অডিটর মোঃ রাসেল রানা।
আলোচনা শেষে ঝালকাঠিতে একটি রোভার বেসিক ট্রেনিংয়ের আয়োজন, বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার গ্রæপের বকেয়া চাদা আদায় ও জেলা রোভার স্কাউটের জন্য একটি স্থায়ী কার্যালয় নির্মানের জন্য জমি বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়।