• ঢাকা বুধবার
    ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে যানবাহণে নিষিদ্ধ হর্ণ ব্যবহারে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৮:০৮ পিএম

নীলফামারীতে যানবাহণে নিষিদ্ধ হর্ণ ব্যবহারে জরিমানা

নীলফামারী প্রতিনিধি

নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে তিনটি যানবাহন থেকে ১হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা সদরের বাইপাস মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

অভিযানকালে তিনটি যানবাহনে ব্যবহার নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়া যাওয়ায় ১হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধার হওয়া হর্ণগুলো ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্প’র আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ