• ঢাকা বুধবার
    ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৫৭ পিএম

সৈয়দপুরে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিল্প সাহিত্য সংসদের সহযোগিতায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৪ এপ্রিল) সকালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বর্ষবরণে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। বর্ষবরণের শোভাযাত্রার লিডিং ব্যানারে বানান ভুলের কারণে মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।  

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেন শিল্প সাহিত্য সংসদের শিল্পীবৃন্দ।  শোভাযাত্রায় বাংলার নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন অনেকে।  এতে তুলে ধরা বাংলার কৃষ্টি কালচার।  শোভাযাত্রায় অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাভার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, জামায়াতে ইসলামী পৌর শাখার আমীর শরফুদ্দিন খান প্রমুখ।  

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, লক্ষণপুর স্কুল ও কলেজ, বাঙালিপুর উচ্চ বিদ্যালয়, হাজারীহাট স্কুল ও কলেজ, ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে নববর্ষের অনুষ্ঠানমালার আয়োজন করে।    

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ