• ঢাকা বুধবার
    ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৫১ পিএম

পহেলা বৈশাখে ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  হা-ডু-ডু খেলা

ঝালকাঠি প্রতিনিধি

বাঙালী জাতির সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ বরণ উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় শিশু পার্ক মিলনায়তনে এ খেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় হা-ডু-ডু খোলা যুক্ত করায় আয়োজকদের ধন্যবাদ জানান সাধারন মানুষ। খেলোয়ারদের টাক টাক ধ্বনিতে চারপাশ গিরে থাকা উপস্থিত জনতাকে আরো উৎসাহ বাড়িয়ে দেয়। এতে অংশ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর। খেলায় কৌশলী ভুমিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দল চ্যাম্পিয়ন হয় এবং  যুব উন্নয়ন অধিদপ্তর রানার্স আপ হয়। রেফারী ও খেলোয়ারদের পুরস্কৃত করে জেলা প্রশাসন।

ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে ও টিকিয়ে রাখতে বিলুপ্তপ্রায় এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

খোঁজনিয়ে জানাগেছে, এবারই প্রথম পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে হা-ডু-ডু খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ঝালকাঠিতে ৫০টির বেশি সাংস্কৃতিক সংগঠন থাকলেও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে তাদের ছিলো না ভিন্ন কোন আয়োজন।

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি পালন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এ উপলক্ষে ৩০চৈত্র (১৩এপ্রিল) রবিবার রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এবং সরকারী গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ (১৪এপ্রিল) সোমবার সকাল ৯টায় কালেক্টরেট (ডিসি অফিস) চত্তরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশ ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হয়েছে।

এরপরে জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে সাধনার মোড়, সদর চৌমাথা হয়ে শিশু পার্ক উন্মুক্ত মঞ্চ চত্ত¡রে শেষ হয়। এতে সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, এনজিও কর্মী ও সর্বসাধারণ অংশগ্রহণ করবে।

সকাল সাড়ে ৯টায় শিশু পার্ক উন্মুক্ত মঞ্চে দেশীয় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির প্রতিফলনমূলক লোকজ মেলা  উদ্বোধন। সকাল ১১টায় একই স্থানে হা-ডু-ডু প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় বাউল প্রহর ও সন্ধ্যা ৭টায় জারী গান সন্ধ্যা উদযাপন করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ