
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৪৯ পিএম
বাংলা বর্ষবরণে উদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারীর সৈয়দপুর শাখা বৈশাখী গান ও নাচের আয়োজন করে।
সোমবার (১৪ এপ্রিল) ভোরে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাহেবপাড়াস্থ কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও প্রতিপাদ্যে একে গান পরিবশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। বৈশাখী গান ও নববর্ষের গানে মাতিয়ে তোলেন অনুষ্ঠান। সেই সাথে নাটিকা ও নৃত্য পরিবশন করে শিল্পীরা।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর, সাধারণ সম্পাদক অপু কুমার বিশ্বাস, শরিফ মৃধা, শফিকুল ইসলাম রঞ্জুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রমনার বটমূলের আদলে এ প্রভাতী অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।