• ঢাকা বুধবার
    ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৪৮ পিএম

পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিডিয়াম চত্বরে এসে শেষ হয়।

এতে জেলা প্রশাসক সাবেত আলী,  পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা সাজে সেজে বিভিন্ন বয়সী বাঙ্গালীরা অংশগ্রহণ করেন।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে বৈশাখী মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক সাবেত আলী। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬ টি স্টল অংশগ্রহণ করেছে।

পরে অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, কাবাডি খেলা, মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ