
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৪২ পিএম
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নিয়েছে ঝালকাঠিবাসী । দিনব্যাপী বৈশাখী মেলা, হাডুডু খেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিশুপর্কে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলার অন্যান্য উপজেলাগুলোতেও বর্ণারণ উৎযাপনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।