
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:৫৬ এএম
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ফরিদপুরে বর্ষবরণ শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ষবরণ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাসহ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরে বনাঢ্য এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসব উদ্দীপনা নিয়ে অংশ নেয়।
পরে অম্বিকা ময়দানে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।