• ঢাকা মঙ্গলবার
    ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিএনপি আমলে ডোমার-ডিমলায় ব্যাপক উন্নয়ন হয়েছে

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৯:৩০ পিএম

বিএনপি আমলে ডোমার-ডিমলায় ব্যাপক উন্নয়ন হয়েছে

নীলফামারী প্রতিনিধি

বিএনপির আমলে সারাদেশে যে ভাবে উন্নয়ন হয়েছে ডোমার-ডিমলা এলাকায় সে ভাবে উন্নয়ন করেছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী(তুহিন)। অথচ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়।

গত ১৭ বছর দেশে আসতে চেয়েও তাকে দেশে আসতে দেয়নি হাসিনা সরকার। ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর আন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। দেশে আইনের শাসন চালু হয়েছে। আওয়ামী সরকার অন্যায় ভাবে মিথ্যা অভিযোগে তুহিনকে যে সাজা দিয়েছে বিএনপি সেই সব সাজা প্রত্যাহারের দাবী করছে অন্তবর্তীকালীন সরকারের কাছে।

১৩ এপ্রিল দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এ সময় পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সম্পাদক মোজাফ্ফর আলী এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, আমাদের নেতা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি অচিরেই দেশে ফিরবেন। তার নির্দেশেই আমরা এলাকায় সামাজিক কাজ করে চলছি। আমাদের এলাকায় সনাতন ধর্মালম্বীরা নিরাপদেই রয়েছে। বিএনপি নেতৃবৃন্দ সব সময় তাদের খোজ রাখেন।

তারা বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছেন। তার ছেলে জুয়েল একটি কলেজে চাকরি করেন অথচ রংপুরে তার নামে রয়েছে সাত তলা একটি ভবন। হিন্দুদের জমি জোর পুর্বক দখল করে পেট্রোল পাম্প করেছেন আফতাব উদ্দিন।

বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সংবাদগুলো যেন আন্তরিকতার সাথে তারা প্রকাশ করেন। সাংবাদিদের বন্ধু আখ্যা দিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ