
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৭:১১ পিএম
পটুয়াখালীর বাউফলে জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ ব্যাক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনাগেছে, ৯নং ওয়ার্ডের পূর্বকনদয়ি গ্রামের একই বাড়ির দেলাওয়ার ও আ. রহিম হাওলাদারের মধ্যে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৮ মার্চ ওই বিরোধপূর্ণ জমি দখল করে ঘর নির্মাণ করেন দেলোয়ার। নিজের দাবি করে রহিম পক্ষ শনিবার সকালে জায়গাটি দখলে নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় দেলাওয়ার হাওলাদারের পক্ষের ইউসুফ আলী(৫৫), রিনা বেগম(২০), শহীদ হাওলাদার(৫০), নাদিম ইসলাম(১৭), সালমা বেগম (৪৯), মনির হাওলাদার( ৩৫), আবদুর রহমান(২৯) এবং রহিম হাওলাদার পক্ষের সাবিনা(৫৫), রাশেদা( ৫০), হালিমা(৬০), আবদুর রহিম হাওলাদার(৩৭)সহ অন্তত ১৫জন আহত হন।
এদের মধ্যে রিনা বেগম নামের দেলাওয়ার হাওলাদার পক্ষের এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উভয়পক্ষ জায়গাটি নিজের দাবি করে পাল্টাপাল্টি ভাবে একে অপরকে দোষী করে বক্তব্য দিয়েছেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।