
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৮:৪০ পিএম
আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি`র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী কর্মকান্ডের কারণে শেখ হাসিনাসহ তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন। আজ বিকেলে ঝালকাঠি রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসার মাঠে উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি`র সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ অনেকেই।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল ও যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান। অনুষ্ঠানে মঠবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা অংশ নিন। এছাড়াও উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।