• ঢাকা বৃহস্পতিবার
    ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৮:০৯ পিএম

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় নিরীহ জনগণের উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এই কর্মসূচির  আয়োজন করে।  

দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিক, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইকরামুল হক মানিক, শহর ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুবেল, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে মুসলিমদের জ্ঞানে-বিজ্ঞানে আরও সমৃদ্ধ হতে হবে। আমরা ফিলিস্তিনের জনগণকে রক্ষায় যুদ্ধ করে তাদের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। বিশ্ব নেতাদের গাজার জনগণকে সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

ইসরায়েলি পণ্যের বিক্রত অর্থ দ্বারা তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এবং মুসলমানদের বুকে গুলি চালিয়ে হত্যা করতে ওই অর্থ ব্যয় করছে। তাই সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান বক্তারা। পরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ