• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে দ্রুত টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছি : দোরাইস্বামী

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১০:৩৭ এএম

বাংলাদেশকে দ্রুত টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছি : দোরাইস্বামী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে কোভিড টিকার উৎপাদন এবং চাহিদা দুটোই বেড়েছে। ভারতের উৎপাদিত টিকা যেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে দেয়া যায় এ বিষয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছি।

রোববার (১৮ জুলাই) সকালে দিল্লি যাওয়ার সময় আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আশা করেন দ্রুত সময়ের মধ্যেই ভালো কিছু হবে।

বিক্রম দোরাইস্বামী  বলেন, আখাউড়া আগরতলা রেললাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোরোনা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই রেলপথের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বানিজ্য বাড়ছে। এ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা জরুরি। এজন্য সংযোগসড়ক বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করছে। বর্তমানে আখাউড়া থেকে আশুগঞ্জ চারলেন মহাসড়কের নির্মাণকাজ চলমান আছে। এই কাজগুলো শেষ হলে দুই দেশের অর্থ-বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এতে দুই দেশ লাভবান হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামীসহ স্বজনেরা। 

এর আগে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্যরেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আকাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আগামী ২৩ জুলাই (শুক্রবার) সকালে তিনি একই পথে তার কর্মস্থল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

সবুজ/এএমকে
আর্কাইভ