
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:৪৫ পিএম
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭মার্চ) দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাদারগঞ্জের ইসলাম প্রিয় সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, ইমাম, খতিব, শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক; তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন; নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।
সাইফুল ইসলাম সামির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা আতিকুর রহমান সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা হেফাজত ইসলামীর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মুফতি আব্দুল মান্নান, মাওলানা সাইফুল্লাহ, আশরাফ আলী, উপজেলা এনসিপির নেতা লেমন মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ইসরায়েলের এ বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এসময় বক্তারা গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।