
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:৩৪ পিএম
নীলফামারীর সৈয়দপুরে মার্চ ফর প্যালেস্টাইন প্রতিবাদ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। যেনো প্রতিটি বাড়ি থেকে মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায় রাস্তায়। ঠাঁই নেই কোন জায়গায়। কে আলিম, কে ইমাম, কে দিন মজুর, কে শিক্ষার্থী, কে কোন আক্বীদার সেটা দেখার সময় নাই। সবাই এক কাতারে মিছিল ও গণজমায়েতে অংশ নেন।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর সর্বস্তরের মানুষ ইসরাইলের ফিলিস্তিন আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। সকলেই দোকানপাট বন্ধ করে প্রতিবাদ মিছিলে অংশ নেন। ফিলিস্তিন ফিলিস্তিন ধ্বনীতে প্রকম্পিত হলো সৈয়দপুরের আকাশ বাতাস। সংহতি জানিয়ে ব্যাংক, বিমা, বিভিন্ন অফিস, দোকানপাটো বন্ধ রাখেন ব্যবসায়ীরা। প্রতিকী কফিন ও হাতে ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করেন তৌহিদী জনতা।
মিছিলটি জিআরপি মোড় থেকে বের হয়ে সৈয়দপুর প্লাজা রোড. পাঁচ মাথা মোড়, শহীদ ডা. জিকরুল হক সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিআরপিতে এসে শেষ হয়। গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সেখানে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ মিছিল ও গণজমায়েতের আয়োজন করে সৈয়দপুরের সর্বস্তরের সাধারণ জনগণ।