
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:৩০ পিএম
নীলফামারীর সৈয়দপুরে শিশুরা প্রতীকী কফিন নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে এক হওয়ার আহবান জানানো শিশুদের সেই প্রতিবাদ থেকে।
সোমবার (৭ এপ্রিল) সকালে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট বাজারে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভা ও মানববন্ধনের মাদ্রাসা ফায়জে রাসুল (সা.) এর শতাধিক শিশু শিক্ষার্থীসহ অত্র এলাকার বিভিন্ন শিশু, বিভিন্ন বয়সী মানুষ ও মসজিদ বায়তুল মেরাজের মুসল্লীরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ওই প্রতিবাদে অংশগ্রহণ করেন। এটির আয়োজন করে ইমাম আজম আবু হানিফা কমিটি। এতে নেতৃত্ব দেন কয়া গোলাহাট বায়তুল মেরাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজাদা হোসেন আশরাফী সাহেব।
তাঁরা আমার মত ছোট শিশুদের হত্যা করছে। শিশুরাতো নিস্পাপ তাঁদের মারছে কেন বলে প্রশ্ন রাখে মাদ্রাসা ফায়জে রাসুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আজমিরা। বাবার মোবাইলে শিশু হত্যার নিশৃংসা দেখে প্রতীকী কফিন ও প্লেকার্ড নিয়ে নিয়ে আজমিরার মত বাবার হাত ধরে শত শত শিশু এসেছে ওই প্রতিবাদে। একই শ্রেণির শিশু আব্দুর রহিম বলে, আপুর মোবাইলে দেখেছি ইহুদীরা হাজার হাজার শিশুকে মারছে প্রতিদিন। এর বিরুদ্ধে আমরা এসেছি। আল্লাহ আমাদের শিশুদের কথা অবশ্যই শুনবেন বলে জানায় শিশু আব্দুর রহিমসহ অন্যান্য শিশুরা।
ঘন্টাব্যাপী চলে ওই প্রতিবাদ সভা। মূলত একই দিন দুপুর ২ টায় সৈয়দপুর শহরে সর্বস্তরের জনসাধারনের ব্যানারে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচীকে সফল করতে শহরের জিআরপি মোড়ে বিশাল প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের জনসাধনের উপস্থিতির জন্য এই প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা শাহজাদা হোসেন আশরাফী, মাওলানা মুস্তাক রেজা, মাওলানা হাবিবুল্লাহ আত্তারী প্রমুখ।
বক্তরা বলেন, ইসরাইলের বিরুদ্ধে আমাদের জন্য সব চেয়ে বড় জিহাদ হবে তাঁদের সকল পণ্য বয়কট করা। সভায় অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ৫৭ মুসলিম দেশকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে সালাতো সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওই প্রতিবাদ কর্মসূচী।